
২১ জুলাই ২০২৫, রোজ সোমবার আজ দুপুরের পরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে থাকা বিমানটি হঠাৎ বিধস্ত হয়ে আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপর। ভূমিতে পড়ার সাথে সাথে বিমানটিতে আগুন ধরে যায়। যার ফলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু নিশ্চিত করেছেন এই পর্যন্ত এবং অনেকে আহত অবস্থায় চিকিৎসাধীন হসপিটালে পৌঁছাচ্ছে।
এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস প্রেস উইংয়ের পাঠানো একটি শোকবার্তায় বলেছেন: রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজেআই প্রশিক্ষণ বেইমানটি বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপর আছড়ে পড়ে। সেখানে থাকা অভিভাবক ও শিক্ষক কর্মচারীর সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে টা পূরণ করার অপূরনীয়।
এই ঘটনাটি জাতির জন্য একটি বড় গভীর বেদনার ক্ষণ। তাই ডঃ মোহাম্মদ ইউনুস আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং সংশ্লিষ্ট হাসপাতালে সব কর্তৃপক্ষকে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য নির্দেশ দিয়েছেন।
তাছাড়া কি কারনে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে তা অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া যাদের ক্ষতি হয়েছে তাদের সর্বোচ্চ সহায়তা করার জন্য তিনি বার্তা দিয়েছেন।