HomeMobile Bankingপূবালী ব্যাংকে এফডিআর করুন মোবাইল দিয়ে অনলাইনে (Pubali Bank FDR)

পূবালী ব্যাংকে এফডিআর করুন মোবাইল দিয়ে অনলাইনে (Pubali Bank FDR)

পূবালী ব্যাংকে এফডিআর

পূবালী ব্যাংকে এফডিআর করুন মোবাইল দিয়ে অনলাইনে (Pubali Bank FDR)

ঘরে বসে বা দেশবিদেশ যেকোন জায়গা থেকে পূবালী ব্যাংকে এফডিআর সঞ্চয়পত্র জমা করুন মোবাইল দিয়ে নিয়ে ঘরে বসে অনলাইনের মাধ্যমে। কিভাবে পূবালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করবেন তা নিয়ে আজকের পোস্ট!

আপনার যদি একটি পূবালী ব্যাংকের একাউন্ট থাকে এবং তার মধ্যে কিছু টাকা সঞ্চয় রয়েছে বা আপনি একাউন্টে টাকা রাখছেন। এখন এই টাকা যদি আপনার একাউন্টে থাকে তাহলে কিন্তু আপনি কোন কমিশন বা মুনাফা পাচ্ছেন না। যদি আপনি মুনাফা বা কমিশন পেতে চান তাহলে আপনাকে পূবালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে হবে।

কিভাবে পূবালী ব্যাংকে Fixed Deposit করবেন

  • প্রথমে পূবালী ব্যাংকের PI Banking অ্যাপসটি ওপেন করুন।
  • তারপর হোম পেজ থেকে ” My Account ” অপসনে ক্লিক করে পরবর্তী পেজে আসুন। এই পেজে আপনার সকল ডিটেইলস দেখতে পারবেন যেমন, একাউন্ট নাম্বার, নাম, ব্যালেন্স।
  • এখন ফিক্সড ডিপোজিট করতে হলে নিচে দেখুন ” Fund Management ” বাটনে ক্লিক করুন।
  • তারপরের পেজে দেখুন ” New Fixed Deposit Account ” অপসনে ক্লিক করুন।
পূবালী ব্যাংকে এফডিআর করুন মোবাইল দিয়ে অনলাইনে (Pubali Bank FDR)
  • আবার পরের পেজ আসবে সেখানে ‘ Fixed Deposit Account ‘ অপসনে ক্লিক করুন।
  • এরপর ডিপোজিট করার সকল শর্তবলী আসবে সেটি পড়ে নিচে ” Proceed ” বাটনে ক্লিক করুন।
  • এবার ডিপোজিট করার প্লান পেজ আসবে সেখানে পূরণ করুন:
    • • Select Source A/C ( আপনার ব্যাংক একাউন্ট সিলেক্ট করুন)
      • Period ( কত দিন সময় আপনি জমা রাখতে চান সেটি সিলেক্ট করুন)
      • Amount ( কত টাকা দিয়ে জমা রাখতে চান সেই এমাউন্ট লিখুন)
পূবালী ব্যাংকে এফডিআর করুন মোবাইল দিয়ে অনলাইনে (Pubali Bank FDR)
  • এবার নিচে আপনার মেয়াদ ও কত % মুনাফা পাবেন সেটি চলে আসবে। এখন তার নিচে ” Auto Renewal ” অপসন পাবেন। এখনে এটি সিলেক্ট করে চাইলে অটো করতে পরেন। যদি অটো করনে তাহলে আপনার মেয়াদ শেষ হয়ে আবার সেই টাকা ডিপোজিট হয়ে যাবে। তাই আপনি করতেও পারেন আবার নাও পারেন। সেটা আপনার নিজস্ব ব্যাপার।
  • আপনার সবকিছু ঠিক থাকলে ” Submit ” বাটনে ক্লিক করে পরবর্তী পেজে আসুন।
  • এই পেজে নিচে দেখুন ‘ Confirm ‘ বাটনে ক্লিক করে দিন।
পূবালী ব্যাংকে এফডিআর করুন মোবাইল দিয়ে অনলাইনে (Pubali Bank FDR)

তাহলে কিন্তু আপনার পূবালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট হয়ে যাবে। এবং আপনি চাইলে যেকোন সময় এই ডিপোজিট বাতিল করে টাকা ব্যাক করে আনতে পারবেন।

পূবালী ব্যাংকে Fixed Deposit বাতিল

My Account থেকে ‘ Fund Management ‘ যান তাহলে ডিপোজিট করা সেই প্লানটি দেখতে পারবেন সেখানে বাম পাশে দেখুন ” Encashment ” বাটনে ক্লিক করলে আপনার ফোনে একটি কোড যাবে সেটি দিলেই ডিপোজিট ভেঙে যাবে।

পূবালী ব্যাংকে এফডিআর করুন মোবাইল দিয়ে অনলাইনে (Pubali Bank FDR)
সেরা ১০টি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস
Islami Bank ATM: কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার সিস্টেম

পূবালী ব্যাংকে কত টাকা Fixed Deposit করা যায়

পূবালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট সর্বনিম্ন ১০০০ টাকা থেকে ৫,০০,০০০ টাকা পর্যন্ত করতে পারবেন।

পূবালী ব্যাংকে Fixed Deposit কত % দেয়

পূবালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট সর্বনিম্ন ৭% থেকে সর্বোচ্চ ১৫% দিয়ে থাকে।

Star Shanto
Star Shantohttps://starshanto.com/
Shanto Ghose is the CEO and MD of Star Shanto. I have 7 years of Online Experience.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

10,916FansLike
2,458FollowersFollow
28,198SubscribersSubscribe
- Advertisment -

Recent Post Read