ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের চিকিৎসা অনুদানের জন্য অনলাইনে আবেদন করার নিয়ম

চিকিৎসা অনুদানের জন্য অনলাইনে আবেদন

অর্থবছর ২০২৪ থেকে ২০২৫ শে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করবে।

দুর্ঘটনায় গুরুতর আহত অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের চিকিৎসা অনুদানের জন্য অনলাইনে আবেদন করার সময়।

১ই জুলাই থেকে ৩০ শে আগস্ট পর্যন্ত দুই মাস ব্যাপী অনলাইনে চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। তাই আপনি যদি চিকিৎসা অনুদানের জন্য অনলাইনে আবেদন করতে চান তাহলে এই সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

দুর্ঘটনায় গুরুতর আহত অস্বচ্ছল পরিবার বলতে কাদের বোঝায় বা কারা আবেদন করতে পারবে?

বর্তমানে বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের। তবে অনেকে ভাবতে পারেন যে দরিদ্র হলেই এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন কিন্তু এ ধারণাটা সম্পূর্ণই ভুল।

দুর্ঘটনায় গুরুতর আহত বলতে বোঝায়

  • কোন এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
  • কোন এক বন্যায় আহত হয়েছেন।
  • কোন এক ঝরে ক্ষতিগ্রস্ত হয়ে আহত হয়েছেন।
  • দরিদ্র পরিবারের শিক্ষার্থী বড় ধরনের অসুখে ভুগছেন।

এই ধরনের বিভিন্ন সমস্যা থাকতে পারে তাই সরকার থেকে চিকিৎসার জন্য অনুদান পেতে অবশ্যই দরিদ্র পরিবারের শিক্ষার্থী হতে হবেন।

ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের চিকিৎসা অনুদানের জন্য অনলাইনে আবেদন করার জন্য কি কি লাগবে

প্রয়োজনীয় কাগজপত্র

১. পাসপোর্ট সাইজের রঙিন স্কান ছবি।
২. আবেদনকারীর স্বাক্ষরের স্কান ছবি।
৩. আবেদনকারীর জন্ম নিবন্ধন সনদের স্ক্যান কপি।
৪. আবেদনকারীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি।
৫. শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্মে)
৬. দুর্ঘটনার প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন অথবা সরকারি হাসপাতালের ডাক্তার অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ (নির্ধারিত ফর্মে)
৭. পিতা মাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র (প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর সন্তান গনের ক্ষেত্রে প্রযোজ্য)

চিকিৎসা অনুদান প্রদানের সময়সীমা

আবেদনের প্রাপ্তির তিন থেকে চার মাস পর অর্থ প্রেরণ করে থাকেন। শিক্ষার্থীর চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

চিকিৎসা অনুদানের অনলাইন আবেদন করার নিয়ম

প্রথমে নিচের লিংকে ক্লিক করে ওয়েবসাইটটি ওপেন করুন: https://www.eservice.pmeat.gov.bd/medical/register

লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্মে গিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে সকল খালি স্থান পূরণ করুন। সঠিকভাবে নিজের সকল ইনফরমেশন দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন।

আপনি যদি নিজে না পারেন তাহলে অবশ্যই কম্পিউটারের দোকান এর সহায়তা নিবেন। আর যদি নিজে পারেন তাহলে সকল ইনফরমেশন সঠিকভাবে পূরণ করবেন।

ই-চিকিৎসা অনুদান সিস্টেম এর অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক: https://www.eservice.pmeat.gov.bd/medical/

Post Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *