একাদশ শ্রেণীতে ভর্তি ১ম মাইগ্রেশন ও ২য় পর্যায়ের আবেদনের রেজাল্ট দেখার নিয়ম

একাদশ শ্রেণীতে ভর্তি ১ম মাইগ্রেশন ও ২য় পর্যায়ের আবেদনের রেজাল্ট দেখার নিয়ম

প্রিয় শিক্ষার্থী ২০২৪ ও ২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইনে আবেদন দ্বিতীয় পর্যায় শেষ হয়েছে এবং সেই সাথে প্রথম মাইগ্রেশন সম্পূর্ণ হয়েছে। তবে এই কলেজ ভর্তির দ্বিতীয় পর্যায় আবেদনের ফলাফল এবং প্রথম মাইগ্রেশন এর ফলাফল প্রকাশ করা হবে ৪ই জুলাই রাত ৮ টায়।

তাই আপনারা যারা কলেজে দ্বিতীয় পর্যায়ে ভর্তির আবেদন করেছেন এবং প্রথম মাইগ্রেশনের জন্য আবেদন করেছেন তারা আজ রাত ৮ টার পর ফলাফল পেয়ে যাবেন। তাই কিভাবে কলেজ ভর্তির ফলাফল দেখবেন এ বিষয় নিয়ে আজকের পোস্ট।

একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট ২০২৪

একাদশ শ্রেণির ভর্তি ২য় পর্যায় রেজাল্ট দেখার নিয়ম

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা দ্বিতীয় পর্যায়ে অনলাইনে আবেদন করেছেন কলেজে ভর্তি হওয়ার জন্য আপনারা তিনটি মাধ্যমে এই রেজাল্টটি দেখতে পারবেন।

একাদশ শ্রেণীতে ১ম মাইগ্রেশনের ফলাফল দেখার নিয়ম

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের কলেজ ভর্তি দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট ও ১ম পর্যায়ের মাইগ্রেশনের ফলাফল একই নিয়মে দেখতে পারবেন বা জানতে পারবেন।

তাই আপনারা যে তিনটি মাধ্যমে আপনাদের রেজাল্ট চেক করতে পারবেন সেই বিষয় নিয়ে নিচে আলোচনা করা হলো এবং প্র্যাকটিক্যালে দেখানো হয়েছে।

৩টি মাধ্যমে কলেজ ভর্তি রেজাল্ট চেক

  1. এসএমএস এর মাধ্যমে
  2. ওয়েবসাইটের মাধ্যমে
  3. অ্যাপসের মাধ্যমে

এসএমএস এর মাধ্যমে একাদশ শ্রেণির ভর্তি ২য় পর্যায় ও ১ম মাইগ্রেশনের ফলাফল দেখার নিয়ম

১ নাম্বার হল এসএমএস এর মাধ্যমে তবে এই মাধ্যমে আপনাকে কিছুই করতে হবে না। অটোমেটিক ভাবে আপনি অনলাইনে ভর্তির আবেদন করার সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি এসএমএস দিবে। যদি আপনার সেই নাম্বারে এসএমএস আসে তাহলে আপনি ভেবে নিন আপনি কলেজের চান্স পেয়েছেন।

আর যদি আপনার ফোনে এসএমএস না আসে তাহলে আপনি দ্বিতীয় নিয়মে আপনার রেজাল্ট চেক করুন।

ওয়েবসাইট এর মাধ্যমে একাদশ শ্রেণির ভর্তি ২য় পর্যায় ও ১ম মাইগ্রেশনের ফলাফল দেখার নিয়ম

দ্বিতীয় মাধ্যমে আপনার রেজাল্ট চেক করার জন্য আপনাকে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের লিংক আমি নিজে দিয়ে দিছি সেই লিংকে ক্লিক করুন।

Website Link: https://xiclassadmission.gov.bd/

৪ তারিখ রাত ৮ টার পর উপরের লিংকে ক্লিক করুন।

তারপর অফিসিয়াল ওয়েবসাইটের পেজে গিয়ে দেখুন ‘লগইন’ নামে একটা বাটন আছে সেখানে ক্লিক করুন।

এর পরের পেজে আসুন সেখানে আপনি ভর্তি বা মাইগ্রেশানে আবেদন করার পর একটি ” Education ID” এবং ” Password ” পেয়েছেন সেটা লিখে লগইন বাটনে ক্লিক করুন।

ওয়েবসাইটে প্রবেশ করে ডান পাশে উপরে 3Dot মেনু দেখতে পাবেন সেখানে ক্লিক করে সাইটের মেনু বের করুন।

তারপর মেনুর লিস্টে দেখুন ” নির্বাচন ” অপসনে ক্লিক করে পরের পেজে আসুন। এই পেজে মূলত আপনি দেখতে পারবেন যে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন।

যদি আপনি কোন কলেজের চান্স না পান তাহলে কোন কিছুই আসবে না ওখানে লেখা থাকবে ‘ not found’

যদি আপনি কলেজে চান্স পেয়ে যান তাহলে আপনি সে কলেজটির নিশ্চিত করতে। নিচে ডানপাশে দেখুন নিশ্চিত করার অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনি পেমেন্ট করে কলেজটি নিশ্চিত করে নিন।

কলেজ চয়েস রেজাল্ট ২০২৪

অ্যাপসের এর মাধ্যমে একাদশ শ্রেণির ভর্তি ২য় পর্যায় ও ১ম মাইগ্রেশনের ফলাফল দেখার নিয়ম

প্রিয় শিক্ষার্থী আপনার রেজাল্ট চেক করতে পারেন অ্যাপসের মাধ্যমে। প্লে স্টোর থেকে ” Result App: SSC HSC 2024″ এই অ্যাপসটি ইন্সটল করে নিন।

এই অ্যাপসের মধ্যে ওয়েবসাইটের সার্ভার এড করা রয়েছে। এখানে আপনি এসএসসির সকল প্রকার রেজাল্ট চেক করতে পারবেন। এই এপটির মধ্যে সকল কিছু গুছিয়ে রাখা রয়েছে। আপনি খুব সহজেই এই একটি অ্যাপস ব্যবহার করে এসএসসি রেজাল্ট চেক করতে পারবেন। এখানে শুধুমাত্র নিজস্ব রেজাল্ট চেক নয় আপনার জেলা অথবা বোর্ডের সকল রেজাল্ট চেক করতে পারবেন।

  • প্রথমে অ্যাপসটি Open করুন তারপর সকল পারমিশন এলাউ করে দিন।
  • তারপর ” কলেজ ভর্তি ” বাটনে ক্লিক করুন।
  • এরপর ৪টি সার্ভার পাবেন সবচেয়ে ভালো হবে ” কলেজ ভর্তির রেজাল্ট ” বাটনে ক্লিক করুন।
  • পরের পেজে আসুন – কোন বোর্ড সেটির উপর ক্লিক করুন।
  • এই পেজে সকল তথ্য দিয়ে সাবমিট করুন।

এখান থেকে যখন আপনার রেজাল্ট আসবে সেটি আপনি PDF ফাইল করে ডাউনলোড করে নিতে পারবেন।

Post Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *