Degree Admission 2024 | ডিগ্রি ভর্তি ২০২৪- আবেদন তারিখ ও ৩টি আপডেট
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 শিক্ষা বর্ষের ডিগ্রি পাশ কোর্সের ভর্তির কার্যক্রম কবে থেকে শুরু হবে? আবেদন কবে থেকে শুরু হবে? আবেদন করতে কেমন যোগ্যতা লাগবে?
তা ভর্তি প্রক্রিয়াটি ঠিক কিরকম হবে এই নিয়ে আপনাদের অনেকেই প্রশ্ন। তা আজকের এই পোস্টের এই সংক্রান্ত আপডেট আপনাদের সাথে শেয়ার করবো।
ভর্তির সংশ্লিষ্ট কর্মকর্তা যে আপডেটগুলো দিয়েছেন, সে আপডেট গুলো শেয়ার করছি ডিগ্রি পাস করছে আর ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে এই বিষয়ে তিনি জানিয়েছেন যে,
আগামী জুলাই মাসের মাঝামাঝিতে আপনাদের ডিগ্রি ভর্তির আবেদনটি শুরু হয়ে যাবে এবং প্রফেশনাল অনার্স কোর্স নিয়ে তিনি বলেছেন যে প্রফেশনাল অনার্স ভর্তির বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশ করবে।
এই জুন মাসে প্রকাশ করবে আর আবেদনের যে ফি সেই ফি কিন্তু বাড়বে আর ডিগ্রি পাস আবেদন ফি বাড়বে।
আর সাথে আবেদনের জিপিএ কি বাড়বে?
আবেদনের জিপি অপরিবর্তীতে থাকবে এমনটাই জানানো হয়েছে এবং পাসশনাল অনার্স কোর্সও সেম একই বিষয়ে উল্লেখ করেছে। তবে ডিগ্রি পাস কোর্সের পাশের যে যোগ্যতা রয়েছে সেটি কিন্তু পরিবর্তন হবে।
তো কিরকম পরিবর্তন হতে পারে?
যেমন আমরা গত শিক্ষা বর্ষেরটা যদি দেখি তাহলে গত শিক্ষাবর্ষে আবেদনের যোগ্যতা প্রয়োজন হয়েছিল এসএসসি পরীক্ষাতে ২.০ চতুর্থ বিষয়সহ আর এইচএসসি পরীক্ষায় জিপিএ প্রয়োজন হয়েছিল ২.০ চতুর্থ বিষয়সহ আর যে পাশের সনের যোগ্যতা ছিল এইটা হচ্ছে পরিবর্তন হবে।
গত শিক্ষাবর্ষে ছিল ২০১৮, ২০১৯, ২০২০ এই শিক্ষাবর্ষে পরিবর্তন হয়ে ২০১৯, ২০২০, ২০২১ হবে। আর এর সাথে তোমার এইচএসসি পরীক্ষাতে ২০২১, ২০২২, ২০২৩ হবে আর গত শিক্ষাবর্ষে ছিল ২০২০, ২০২১, ২০২২ ঠিক আছে এটা হচ্ছে পরিবর্তন হবে।
এর বাইরে আর খুব একটা বেশি পরিবর্তন হবে না। আর যে অন্যান্য শর্তগুলো রয়েছে যেমন প্রতিটি কোর্সে তোমার আবেদন করতে হলে কি রকম তোমার মান বন্টন আসন বণ্টন এগুলো সবকিছু ঠিকঠাকই থাকবে।
সো এবার আরো কয়েকটা বিষয় শেয়ার করা যাক যেমন আবেদন ফিস বাড়বে। আবেদন ফিস গত শিক্ষাবর্ষে ছিল ২৫০ টাকা। এই শিক্ষাবর্শে আবেদন ফিস বেড়ে ৩০০ টাকা বা তার থেকে একটু বেশি হতে পারে। সর্বোচ্চ তিনশো টাকা হওয়ার সম্ভাবনাটা রয়েছে।
আর ভর্তি বিজ্ঞপ্তি কবে প্রকাশ করবে এই বিষয়টি নিয়ে তিনি জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি এই নিয়ে একটা সভা অনুষ্ঠিত হবে। আগামী ঈদের পরে গিয়ে সভা অনুষ্ঠিত হবে এবং সভাতে আসলে ভর্তির যে কার্যক্রম এখানে যে সমস্যাগুলো হয়ে থাকে সে সমস্যাগুলোর সমাধান করা হবে বা ওয়েবসাইটে কিছুটা পরিবর্তন আনা হবে।
আপাতত তোমরা জেনে রাখো যে আগামী জুলাই মাসের মাঝামাঝিতে তোমাদের ডিগ্রি পাস কোর্সের ভর্তির আবেদন শুরু হয়ে যাবে। আর ভর্তির বিজ্ঞপ্তি এই জুন মাসের শেষের দিকে অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করতে পারে।